মনে দুয়ার যারে আমি দিয়ে ছিলাম খুলে
সেই কিনা গেছে এখন এই আমারে ভুলে!
সাজানো ঘর ভেঙে দিয়ে আছে অনেক দূর
আমি যে তাই একা আছি মিথ্যে স্বপ্ন পুর,
ভ্রমর মধু নিতে আসে কি ঝরে পড়া ফুলে!


আজ মনের স্বপ্ন ভেঙে দিয়ে তুমি বড় সুখী
আমি একা উড়ে বেড়াই সাথী হারা পাখি,
আমায় যদি যাবে ছেড়ে কেন ভালোবেসেছিলে?


এত বড় করবে ক্ষতি বুঝিনি তো আগে
মুখ আমার ঢেকে গেছে কলঙ্কেরি দাগে,
মনটা আমার বড় উজাড় প্রিয় তুমি নেই বলে!


থাকো না হয় অনেক দূরে; সুখে থাকো তুমি
ভালোবেসে ভুল করেছি তোমাকে এই আমি
বিরহ তাই করছি আপন নিয়ে আমার কোলে!