কেন এমন হয়?
কেউ ডাসবিনে ফেলে দেয়
কেউ না খেয়ে রয়!


কারও মুখে হাসি
কেউ যে কষ্টের অধিবাসী
কারো গলায় ফাঁসি!


কেউ রাস্তার বোঝা
মাথায় দে ইট-কনু-কব্জা
কারো বিলাসী শয্যা।


কেউ বিলায় শ্রম
আর কারো নেই কোনো ক্ষম
কেউ পায়নে দাম।


কেউ যাতনে শেষ
কারো খুশি ভরা স্বপ্নদেশ
কারো বীরের বেশ।


কেউ দুর্নামে পড়ে
কারো শুধু বৃথা নাম করে
কেউ নিজেই মরে।


কেউ যে বড় মিয়া
সব পেতে চায় দাম দিয়া
খেলে দুর্বল নিয়া।


কত চলবে আর
অসহায় প্রাণে অনাচার,
রবে জীবন ভর?


দোষী সাজলো ভালো
নিষ্পাপ যে মার খেলো
এ কী সভ্যতা হলো?


দুস্থ বলে কী তারা-
দাস হবে এ সমাজ-ধরা?
সে অধিকার হারা!