বাংলাদেশ, তুমি মোর প্রিয় জন্মভূমি
তোমার সবুজে মিশে আছে মোর প্রাণ
গায় যে মনের গান- নদী-কলতান।
তোমার ভালোবাসায় চির মুগ্ধ আমি!


তোমার কোলে রয়েছে কত স্বপ্ন ঘুমি
স্নেহবদন বিভব সুরে বহমান!
রূপসী বাংলার মায়া মাখা রূপ চুমি-
খাঁটি মাটি-জলে কাটে নিষ্ক বর্তমান।


মোর সুখের গান বাজে তোমার সুরে
ভরে ওঠে এই মন নিশান ও স্বাদে
পাবো না আমি ও স্বাদ অন্য দরবারে।
তোমার কোলে কাটাই হরষ-বিষাদে!


বাংলাদেশে জন্ম, শুরু শুভ নবকাল
এখানেই মোর প্রাণ পাক পরকাল!