দিয়েছে হুকুম প্রভু ওই গগনে
ফুটেছে ফুল তাই সবুজ বনে
ভোরের পাখি ডাকে বার বার
গায় সে পাখি গান শুধু তাঁর
বাঁধাহীন আপন মনে।


বৃষ্টি ঝরায় মেঘ ওই তাঁর আদেশে
ফিরে আসে প্রাণ তাই মৃত ঘাসে
প্রশংসা সব যেন প্রভুর শানে।


ঊষা হেসে ওঠে ওগো যার পরশে
বেলা বয়ে যায় ওগো তাকেই বশে
সাঁঝ চেয়ে থাকে সেই প্রভুর পানে।


ওই নদী বয়ে যায় কুলু সুরে
দুই হ্রদ বয়ে চলে থেকে অদূরে
মেশে না কেউ যেন কারো সনে।


এলোমেলো বয়ে চলে ওই পবন
যেন সে পৃথিবীর অতি আপন
কথা বলে যায় সে বনের সনে।


কাকে মেনে চলে ওই গ্রহ-তারা
দিনে-রাতে ওগো কার ইশারা
নুয়ে যায় শীর যেন তাঁর স্মরণে।