মরা গাঙ পেলো সজীবতা
মেঘ-বারি পেল তরুলতা
স্পষ্ট হলো যত অক্ষমতা
দূর হলো সব দুর্বলতা।


ফের দেখা দিলো সুপ্তচাঁদ
রিক্ত মন পেলো দীর্ঘনাদ
আমি দেই তারে সাধুবাদ
যেই দিল এই সুসংবাদ!


তুমি দিলে ওগো দীননাথ,
সর্ত যুক্ত জ্ঞান, পূণ্যপথ
দিলে মহা মন, সংবসথ
সদা আমি যার চমুনাথ!


হৃদে বহে ঝর্ণা ভেঙে বাঁধ
আজ মন-কায়া অবিরোধ,
পুষ্প সম হাসি; নেই ক্রোধ
আমি মুক্ত, মানি না নিষেধ!


হারা ধন ফিরে পেলে মন
বুকে ধরে তারে মহাজন
আমি ফিরে পেয়ে নিকেতন
প্রতি ক্ষণে- দায় সচেতন।