স্বাধীনতা, স্বাধীনতা, তুমি মোর সফলতা
রেখেছো কোথায়?
ভুলে সেই মর্ম কথা, আজ করেছো যা-তা
এ জন্য কী পেয়েছি বিজয়?


কিসের জন্য অস্ত্র ধরে
যুদ্ধ করে জীবন তরে
এনেছে মহান বিজয়!
কোথায় হারালো সেই প্রণয়?


ঘর ছেড়ে যাঁরা নিদ্রাহীন থেকেছে গভীর বনে
এই স্বপ্ন ছিলো তাঁদের মনে-
‘বাংলা তুমি রবে উচ্চ চূড়ায়’!


ভুলে শহিদের সবুজ আশ
হয়েছি এ কার ক্রীতদাস!
দিনে দিনে বেড়েছে ক্ষতির সংশয়!


স্বাধীন হবার পরেও কেন পরাধীন?
কেন এত অমানবিক নির্যাতন,
কেন বাজে শুধু মরণ বীণ!
কবে হবে স্বাধীনতার পূর্ণ উদয়?