আমার যখন দিন ফুরাবে, দেহ হবে লাশ
আপন জনে কাঁদবে আমার ঘিরে চারি পাশ
কী হবে মোর একটু পরে?
রাখবে আমায় মাটির ঘরে
পরাবে আমায় লাশের ভুষণ-বেশ!


সাথে আমার কেউ যাবে না
সাথী আমার কেউ হবে না
হায়, হায়, আমার এ কী সর্বনাশ!


নেই আমার কোন হিম্মত
কোন গুনেতে পাবো নাজাত
রেহাই পাবো আমি করি যদি পাশ!


কোথায় আমার বাড়ি গাড়ি
কোথায় গেলো বাহাদুরি
দূর হলো যে সকল অবিলাস।
সব মায়া জাল ছিন্ন করে
থাকবো আমি আঁধার ঘরে
সেই আমার চির নিবাস!


মৃত্যুর আগে আমাকে বাঁচাও
পূণ্য-পথিক যেন করে দাও
প্রভু, ডেকো আমায় করে পূর্ণ দাস!