আপন ভেবে শত্রুকে
যে বুকে দেবে ঠাঁই
তার মত বড় বোকা
আর কেহ নাই!


শত্রু আসে বন্ধু বেশে
সবার অজান্তে
বাজিয়ে সে ক্ষতির বাঁশি
থাকে অচেনা প্রান্তে।


সুযোগ পেলে সুখের ঘরে
দেবে সে আগুন
সাবধান হও, নয়তো সে
করবে তোমায় খুন!


তারে তুমি আপন ভাবো
সে তো আপন নয়
হয়ত তারে নিঃশেষ করো
নয়ত করো ভয়!


যদি তারে আপন করোই
সাক্ষী রাখো সবে
থাকে যদি হিসেব কোনো
মিটিয়ে ফেলো তবে।