আমি যখন উদয় আসি
কর্ম আসে পাশাপাশি
তখন আত্মমগ্ন বিশ্ববাসী
কর্ম ফেলে করে হাসা-হাসি!


যখন বিশ্বমনে জাগে আশা
কর্ম ফেলে যায় না বসা
আমি তখন মাথায় বসি!


আসে যখন যাবার আবাস
বিশ্ব তখন কর্মে হতাশ
আমি পরি তখন সাঁঝের ফাঁসি!


বিশ্ব যখন আমার পাশে
ভুল ভেঙে দাঁড়ায় এসে
আমি তখন হই যে নাশী!


[১১/০৫/০৯]