ভালোবাসা কত মধুর, কত পবিত্র!
অচেনা মুখও প্রিয়; শত্রু হয় মিত্র।
মনের সাথে যে করে রুক্ষ আচরণ
তার সাথে কী করে হয় সুখ-স্বপন?


এই কী প্রেম, এ কী ভালোবাসার প্রতি?
স্বর্গীয় সুধা সোহাগ, চিন্তিত ভীষণ
হারিয়েছে পবিত্রতা নগ্ন করে নীতি
তবু সখাই সব, প্রিয় কত আপন!


ওই মনের মাঝে খেলা করে ত্রিগণ
লাজে নিভে যায় আঁধারের শেষ বাতি
তোমার চিত্তে সখা থাকুক চির ধৃতি।
পূত থাকে যেন ভালোবাসার আসন!


তবে, ভালোবাসা কোন পথে তুমি আজ!
হারালে সম্মান, ভুলে গেলে সব লাজ?


[০৮/১১/০৮]