বিষটি ভেজা গাঁয়ের পথে
হঠাৎ দেখা তোমার সাথে,
মুখ লুকিয়ে বনের পাতায়
ভেজা আঁচল তুললে মাথায়
লাজ ভরা ও চোখের পাতায়;
বাঁধে বুনো লতা তোমার নথে!


বিষটি ভেজা বনের পাতা
বলছে যেন লাজের কথা,
ও লাজে ভরা অল্প কথায়
এই আমারে একটু হাসায়,
মেঘের জলে ভালোবাসায়
তোমার রূপে মালা গাঁথে।


ওরে বিষটি যাসনে থেমে
ঝড়ের তালে আয় না নেমে
এই সারি সারি বনে বনে
খাক না রে দোল ক্ষণে ক্ষণে,
গাঁয়ের পথটি ভাসলে বানে
তুমি আমার সাথে চরবে রথে।


প্রকৃতি কী আমার কথা মানে
যা খুশি তা করে আপন মনে,
না না বিষটি ঝরা শেষ
তোমার খোলা ভেজা কেশ
আমার দূরের কোনো দেশ
চললাম একলা সে পথে!