আমি কোথায় করি ভরসা?
এ কেমন প্রেম বলো
এ কেমন ভালোবাসা
আশা সব করে দেয় নিরাশা!


হাত ধরে ক্ষণে ক্ষণে
প্রণয় বিলায় কুঞ্জ-বনে
আগুন জ্বেলে অবুঝ মনে
হারায় পথের দিশা!


পেয়ে তুমি ক্ষণ পরশ
জাগাও মনে বিপুল হরষ
এ নহে সুধা তরষ
এ তোমার জ্বালার বিষা!


অস্তিলে প্রেম তপন
বর্ষে বিরহ দহণ
তুমি দেখো তখন-
প্রেম মরণ পাশা!


[১৫/০৬/০৯]