ব্রিজের উপরে রিলিং এর  দ্বারে, লেম্প পোস্টের আলো হায় রে,
মিটিমিটি জ্বলে থাকে যে,স্বপ্ন আধার আঙিনাতে।


গাঙ্গ পাড় ভেঙ্গে যায় চলে
অথৈয় গাঙ্গের ঐ জলে,
শব্দ নাহি হয় মনে,জীবন কাটা যায় থেমে
স্বপ্ন আঙিনা স্তব্ধ অথৈয় জলে।


কাটা তারের বেড়া ভেঙ্গে ,আসবো আমি সঙ্গী দরে
নাও তোলাতে নৌকো বেয়ে,মাঝি আমায় যাবে নিয়ে,
আমার হাতের উপরি তলে সময় বয়ে যাবে রয়ে।


আমার পথের আধার হয়ে নামলো কালো ছায়া
একটি বারের জন্য তুমি,করনি আমায় মায়া।


লেম্প পোস্টের আলো হায় রে
এই জগতটা বাতি ঘরের খেলা হয়ে আছে কেবলে,
স্তব্ধ তার সাক্ষী যেন দৃশ্যর মতো ভারি হয়
জীর্ণতার কোল ভারি করে কেন চুপটি করে রয়।


আলো যখন জ্বলবার নয়
বাতি ঘরের খেলা বন্ধ করে,
সামনের দিকে চলতে রয়।


সেই রিলিং এর দ্বারে,
লেম্প পোস্টের আলো
জ্বলবে কি জ্বলবে না রে।