শিল্পীর আঁকা ছবি,
লাল,সাদা,নীল, রং-তুলি
সোনালি রং ছুঁয়ে, শুভ্রতা দিয়েছে রবি।


কৃষ্ণচূড়া রং, লালচে ছায়া তল
স্বপ্নের নগরী, জল খেলে নীল পরী
এই ঠোঁটে ফুটেছে পদ্ম পাপড়ি জল,
তুমায় সাজাবে নীল পরীর দল।


শিল্পীর মনে গাঁথা,
গোলাপি চোখের পাতা
আনমনে চেয়েছে, রং-তুলি এঁকেছে।


আকাশে মেঘের দ্বীপ
কপালের কাল টিপ,
এক দৃষ্টিতে তাকিয়ে আছি,
জ্বলছে তুমার রূপের প্রদীপ।


সোনালি কানের দুল, কালচে রঙের চুল
গলায় পুঁতির মালা, রং-তুলি দিয়ে আঁকবো,
তুমার হাতের বালা।


আয়নাতে তুমার চোখ
কি যেনো বলবে যানতে চাই সব?
যদি আমি হতে পারতাম তুমার মনের শখ।


আমি হতে চাই তুমার বুলি
আঁকবো তুমার ছবি,দিয়ে রং-তুলি।