দুর ছাই তেলাপোকা ঘেরা এই মস্ত শহর
ইট পাথরে ঘেরা খুজি মুক্তির পহর,
নিস্তব্ধ থাকতে পারেনি ধ্বনি স্বর
জাগতে দাও, জেগে উঠবে সূর্য বর।


ওরে সর্ব হারা কে করিল গ্রাস তরে
নিঃশেষ করিল যারা, যা তুই,তুই দারা সরে।
কেটে নিল তোর কঠিন দুই হস্ত
গ্রাস করিল ভূস্বামী, কেড়ে নিল সমস্ত।


মাথার ছাউনি কেড়ে নিল, থাকতে দিলনা ঘরে
আলতো ভেড়াতে হাতের ছাপ,মেজেতে পায়ের চিহ্ন পরিলে মনে,দুচোখে আসে জল ভরে।


তেলাপোকা আজি তোর পাকা গজিয়েছে
তুই রাজা,লুণ্ঠনে ব্যস্ত কাঙ্গালের ধন গ্রাসে মেতেছে,
দেনা মুক্তি দে,দে আজি ছেরে দে,হরন করিস না রাএি
ললাট যে আজ,সন্ন্যাসী পথের যাএি।


আছে তদের আজানা কতো অট্টালিকা,তবু শান্ত হয় না মন,
কেড়ে নিতে চাস অন্নহীন কাঙ্গালের ধন।
তেলাপোকা আজি তুই উড়ে জাস অটল প্রাচুর্যের পথে
মুক্তি দেনা,নিয়ে জাসনে তোর সাথে।


সন্ন্যাসী হয়ে দেখেছি, এই ধরণির মনোরম দৃশ্য
আপন করিয়াছি হয়েছে অজানা বহু শিষ্য।