যদি বৈষয়িক বিভীষিকার শতছিন্ন জালে
আমি আটকে যাই।
যদি আমার মৌনতা আমাকে বেঁধে রাখে,
ধরে রাখে যদি কঠিন বাস্তবতা,
তবে সেই জাল ছিঁড়ে বেরিয়ে যাবে নিশ্চিত
আমার দুর্বিনীত ভালোবাসা,
আমার আকুতি।
আর সেদিন আমার মৃত্যু সুনিশ্চিত।
এই সুবিশাল পৃথিবীর নিপুন কোন কোনে
আমি হব এক প্রস্তর খণ্ড।
হাজার বছর পর হব কোন অমূল্য সুভেনির।
সময়ের চোরাস্রোতে ভেসে যাবে আমার দুঃখগাঁথা।
কালের গর্ভে হারাবে যখন স্মৃতি,  
ঠিক তখনও
আমি আগলে রাখবো একটুকরো প্রেম,
যাতে মোহাচ্ছন্ন হবে,  
ভবিষ্যৎ থেকে আসা মানুষেরা।
তাঁদের হৃদয়ে আশ্রিত হব,
লালিত হব সযত্নে,
পুনর্জন্ম হবে আমার।  


-পুনর্জন্ম
-লুৎফুল হক