নরম ঘাস ছুঁয়ে
মাটির মসৃন বুকে
ভাবনার বীজ বুনি।
উষ্ণ রোদ্দুর অার ঘাসের ওমে
ভালবাসা প্রস্ফুটিত হয়।
.
তবুও শুন্যতা
শুন্যতার মাদক নেশা
গ্রাস করে একটি পৃথিবী।
কুমরের দক্ষ হাতের মতন
অাবার পৃথিবীটাকে গড়ি
পৃথিবীর নাক,কান,নীল চোখ
সবকিছু অামারই অন্যবদ্য সৃষ্টি।
.
তবু এতো ভয় কেন?
অামারই হাতের মিহিন কারুকাজ
তবু উদাস থাকি সারাদিন।
.
যতটা না ভাল লাগে
নিজেকে দেখতে
তার চেয়েও কেন ভাল লাগে
তোমাকে অথবা তোমার কথা ভাবতে
জীবন কি এমনই।
.
অাচছা, সবকিছুই কি এমন?
মানুষ কেন ভালবাসে
অার কেনই বা চলে যায়।
.
উত্তরহীন এই প্রশ্নগুলো
ভেসে ওঠে ভাবনার মানচিত্রে।
.
.
তাং 15/3/2016, রংপুর।