সাগরের মোহনা নদীর ফেলে যাওয়া
চরায় মিলতে বসেছিল বলে─
যে উত্তাল সময়ে তুই দুদ্দাড় এগোচ্ছিলি,
আমি তখন নিদারুণ দৌড়ে, 
তোকে ধরতে গিয়ে স্মৃতিতে ফেঁসে গেলাম।
তুই তখন নতুনের মায়াজালে আছাড়িপিছাড়ি।
আর আমিও জলের গন্ধ শুঁকে মাটি খুঁড়ে
হতে চেয়েছি ফল্গুনদীর দিশারী।
বহু পথ ঘুরে হাক্লান্ত হয়ে তুই আবারও
সে অচেনার পথে হেঁটে গেলি।
আর আমার চেনা বৃত্তের বাইরে থেকে ভেতরে এসে
আমি তো খুঁজচ্ছিলাম চেনা গানের কলি।
চেনা-অচেনার সমান্তরাল পথে
আজ আমি উদ্‌ভ্রান্ত হলেও
তুই দেখিস, একদিন ঠিক,
পেরিয়ে যাচ্ছি কু-ঝিক-ঝিক'
''কিনু গোয়ালার গলি''ll