উলোড়-ঝালর তখন তোমায় সাজিয়ে বিদায়
শ্মশান-চিতার আগুন মাখা সে কার ছায়ায়
আজ বুঝি তার মনের কাছে এই আঁধারে
শুকতারাটি আসবে একা আলের ধারে
অসুখ-বিষাদ পার করে মন আর্তনাদে
সে কোন শরীর, ঝড় বয়ে যায় প্রতিবাদে
অমলতাসের বনের মাথায় আলোর মুকুট
খেয়াল-হারা লক্ষ্মীছাড়া পাহাড় ত্রিকূট
বরফ জমাট মনের পাথর ঝিকিমিকি
এ লাফ সে লাফ বন্ধ হলো - অচল সিকি
এখন এ মন সন্ধে খোঁজে অলীক মায়ায়...