এক যে ছিল সে
আর সে ছিল তো একা।
অপেক্ষাতে কাটছে সময়
তাও করে না দেখাll  


******


জ্বালছে আকাশ জ্বলছে মনোময়
শুরুর থেকে শেষ অবধি লয়
কাঁটার ফোটা ঢাকছে বুকে
ছিন্ন আলো লুকোয় মুখে
শীর্ণ মনে দীর্ণ, জীর্ণ ক্ষয়ll  


******


মন-মেদুরতায় মনে পড়ে
রান্নাবাটি খেলার কথা।
নাম-পাতাপাতি, চু-কিতকিত খেলেছি কত।
কিন্তু 'কুমির তোমার জলকে নেমেছি'
বলতেই বুকজলে ভেসে গেছি আমি।
বুড়িবাসন্তী বা কানামাছি খেলতে নেমে,
কোন কাণায় নাকি কোণায়
কখন পড়ে গিয়েছি বেখেয়ালেই।
ওদিকে কখন এলাটিং-বেলাটিংয়ের রাজামশাই
বালিকা চেয়ে চেয়ে ফিরে গেছে, ফিরেও দেখিনি।
ফল-ফুল-নাম-দেশে পাকে-চক্রে
 হারিয়ে ফেলেছি তোর নাম।
চোর-পুলিশের ধাঁধাঁয় চোখের পর্দায় 
জমে থাকা অন্ধকার
আজ কিছুটা হলেও সয়ে এসেছে।
এখন আবার কি আইস্পাই খেলে 
তোর নামের প্রথম অক্ষর ভুলে যাব?