ছেড়ে দিতে চেয়ে ছেড়ে দিতে দিতে  
ধরতে ভুলে গিয়েছি কখন!
আঁকড়ে ধরতে না চেয়েও
আষ্টে-পৃষ্ঠে বাঁধা সময়ে
নিঃশ্বাসে জমে নিয়মিত তর্ক।
তবু চেয়ে থাকি।


পাহাড় তোমার কাছেও গিয়েছিলাম
হিমজলে চোখের আগুন নিভে গেল যখন
বুঝতেই পারিনি;
না পেয়ে না পেতে ভুলতে শিখেছি চাওয়া
ভুলে গেছি বরফ পেয়ে জলের গান গাওয়া।


আগুন পায়েও পুড়িনি কখনো
দুহাতে আগলাতে গিয়ে রক্তের স্বাদ দিলাম তাকে
বালিতে একা চোখ চেয়ে থাকে
চিলের ডানায় ও কিসের কালো ছাওয়া!
শিক থেকে পড়ে আচমকা শেষ বিশ্বাসের হাঁড়িও চুরমার
'একজীবন শাস্তি' ডেকে বলে হাওয়া||