কথা বিনা শব্দ গাঁথা
সেতো সোনার পাথরবাটি।
বাটির আকার বদলে যাবার
ভাবনাশেকড় শীতলপাটি।
পাটিগণিত শিখতে বসে
অঝোর ধারায় বৃষ্টি ঝরে।
ঝরাপাতা শূন্যে ওড়ে
কার আঙ্গিনায় আগুন পড়ে!
পড়াশোনা দেখালেখার
সং বেরোলো পথের ধারে।
ধার করে আজ ভাবনা যোগাই
চার দেওয়ালের মাঠের পারে।