মাথার ওপরে কি আছে-
ধুলোধোওয়া আকাশ
আর বৃষ্টিভেজা বাড়ির ছাদ
নিকোনো মেঘের কোণা
আর বিপুল বেগে
ধাওয়া করে হাওয়া।
মাথার ওপর দিয়ে নড়েচড়ে যায়
সবুজ ধানপাতা রোওয়া রূপকথা
তারাচলা পথের বাঁকে।
শিরশিরানি ওড়ে পথে
সুড়সুড়ি গাছের পাতায়
জল বুচকুড়ি কাটে
কার আঙ্গুলের কোণে।
মাথার ওপর আজ
এই তেলতেলে দুপুরে
কেউ কোত্থাও বসত
করে না কোন বিভঙ্গে।
শুধু পাকেপ্রকারে
হুস-দোল দিয়ে যায়
খাবিখাওয়া স্মৃতি ...।