হলুদ শাড়িতে চুল এলো করে বসে আছি
শুধু ...
অন্ধকার আর হলদে কল্পনায় আঁকা-জোকা কার্পেট বিছোচ্ছে শহরে
কত পল জুড়ে জুড়ে উৎপন্ন উদ্বৃত্ত নুয়ে থাকে।
সময় ছুঁয়ে থাকে..
এবার উঠে দাঁড়াবার পালা।
জটা চুলে এলো-ঝেলো বাতাস বেঁধে যায়;
জল মরে গেছে কাল!
পেয়েছি অপেক্ষার ডানা..
এবার উজাড় করে কালো মেয়ে উড়ে যাবে
উড়েই যাবে..
দুপেয়ে তিনপেয়ে চারপেয়েদের নাগাল এড়িয়ে||