কেউ কোনো কথা বলছে না
ঝিম ধরেছে বাতাসে, সে বইছে সয়ে সয়ে
মাঝে মাঝে চোখ খুলে যেন দেখে
কোন রঙ চুপিসারে সরে গেলো
লাল, সবুজ নাকি গেরুয়া!
মর্গে সার দিয়ে দেহ,
যাদের চোখ পিটপিট, দাদ চুলকানি
ভুরু নাচানি মায় বুকের ধুকধুকি খানি
এ বছরের বসন্তে লোভের লুঠে গেছে মিলিয়ে।
দেহ লোপাট, দেহ পাচার
মা-বাবা-ভাই-বোন আর
‘ওর’ ভালোবাসিবার চিৎকার শুষে,
আকাশ চেরা সেতু মাটি ছুঁয়ে আছে
রক্ত-মাংস-ন্যাতা-কানি মাড়াতে মাড়াতে
কাদা সরাতে সরাতে,
লোভ ঝরাতে ঝরাতে,
সিন্দুকে টাকা ভরতে-ভরাতে
লাল নয়, সবুজ নয় এমনকি গেরুয়াও নয়,
হা-ক্লান্ত মানুষের নীল জিভ ভয়ে
কারা আজও বালি-কাগজে ঘষে দেয়!