এক দুপুরে এ এক অন্য অনুভব
তন্ত্রীতে বাজতে থাকে..
বাজতেই থাকে..
ঝিন ঝিন অনুরণন।
আকাশ পাতাল একাকার
বৃষ্টিবাদল নিরিবিলি
ছন্দে খেলতে থাকে অনু-কণিকা
মণিকর্ণিকার ঘাটে।
চারচাকা ছ’চাকার মিছিল
শব্দহীন সময় পার হয়;
এক দুই তিন এক দুই
এক দুই তিন এক দুই...ll