অবাক মনের শরীর ছুঁয়ে থাক সদা পরাবাস্তব ভালোবাসার আশ্লেষ...
বাকি জনজীবন তোমার-আমার নিজ বলয়ে..
স্ব-লয়ে..
সে কোন মায়ায় কেঁদে, হেরে, ভেসে আর ভাসিয়ে নিয়ে যাক আমার আমিকে আর তোমার তুমিকে.............
পরম-প্রিয়ের যথার্থ সান্নিধ্য আর সান্নিধ্যের আকাঙ্ক্ষা পারস্পরিক রূপক-তুলনায় যেন সাগরের ঢেউ আর বেলাভূমি...
আবেগের জোয়ারে এই কাছে আসে তো সময়ের ভাঁটায় ওই দূ-ঊ-ঊ-ঊ রে যায়!


*
মন বুজিয়ে আছ কেন
চোখের দৃষ্টি কেন অন্ধ
কী খেয়ালের বেখেয়ালে
ঐ চোরকুঠুরী আজও বন্ধll


*
শরীর ছুঁয়ে আছ যদি
নখের ডগায় কেন সন্দেহ
চুলের রাশি ওড়ায় হাওয়া
কোন ভাষায় সে জানে দেহll


          ................মীজক