দুঃখ-কষ্ট দেয় যাহারা
করো প্রবেশ তাদের মনে,
লড়াই করে মন অরণ্যে
নিয়ে এসো ফুল বাগানে।
যদি কেহ করে ঘৃণা
করো তাকে অতি আপন,
মিষ্ট কথা কর্ণে দিয়ে
ঝরাও প্রসূন তাহার বদন।
কেহ যদি করে বদনাম
করো তাহার গুপ্ত সুনাম,
শ্রবণ কালে ভরে যেন
শূন্য তাহার অন্তরের ধাম।
হিংসা করে হয় যাহারা
জ্বলেপুড়ে কয়লা-কালো,
অহিংসার জল ঢেলে করো
চিত্তটাকে সফেদ ভালো।
ক্রুদ্ধ হয়ে দেয় যাহারা
মানহানিকর ঘৃণ্য গালি,
যত্ন করে ওদের মনে
দাও ফুটিয়ে প্রসূন কলি।
এমন করে সবাই যদি
আপন ভেবে পরকে ধরি,
করবে না কেউ ঘৃণ্য কর্ম
হাসবে সবাই বদন ভরি।