অন্তর টা অনেক দুখি দেহ দুইটি হারিয়ে,

অনবরত অক্ষি জল পড়ছে ভূমে গড়িয়ে!

বিন্দু ফেলে সিন্ধু দু'টি যাচ্ছে দ্রুত শুকিয়ে,

কষ্টে ভরা স্মৃতির ঘুড়ি মন গগনে উড়িয়ে।

কর্ণে ভাসে কণ্ঠ গুলো;ডাকে নামটি ধরে,

মাতা পিতাকে করি যত্ন হৃদ নামক ঘরে।

তাদের দেখা এখন শুধু স্বপ্ন লোকে মেলে,

সুযোগ পেলে চটজলদি যাই সেথায় চলে।

এমন দেখে পাইনা সুখ;নয়ন রেখে বুঁজে!

স্পর্শ পেতে দিন-রজনী;যাচ্ছি শুধু খুঁজে!!