দেখেছিলাম বিশ্বকাপে
অনেকগুলো খেলা,
বর্তমানেও খেলা গুলো
দেয় যে মনে দোলা!
সুযোগ পেলে দ্রুতলয়ে
অতীতে যায় মন,
খেলাও মুখ দেখে মনটা
নাচে যে তখন!
ছিলে তুমি খেলার মাঠে
নায়ক এবং ত্রাতা,
হেলে-দুলে খেলে নিত
হাত-পা এবং মাথা।
নিখুঁত ছিল বলের সনে
দু'টি পায়ের তাল,
বল সর্বদা খুঁজে নিত
প্রতিপক্ষের জাল।
মনের মাঠে করো খেলা
আজও উল্লাস করে,
শক্ত করে তোমাকে যে
রেখেছে মন ধরে।
ভাসে সদা কর্ণ কুহর
ম্যারাডোনা নাম,
সমভাবে চেনে তোমায়
শহর এবং গ্রাম।
মন ব্যথিত হয়ছে অদ্য
প্রয়াণ বার্তা শুনে!
ঝরিতেছে নয়নের জল
স্মৃতি জাগরণে!
সুখী চিত্তে ঘুমাও বন্ধু
সৃষ্টিকর্তার ঘরে,
পরকালে নয়ন খুলে
মনটা যেন ভরে।
সাক্ষাৎ কালে দেখি যেন
একই সনে মাঠে,
দু'জনার এই বন্ধুত্ব টা
নাহি যেন টুটে।