সূর্য কেন অস্তাচলে
হাঁটে এত ধীরে!?
রাত্রি কেন এত লম্বা
বন্দী রাখে ঘরে!?
কিনেছিলাম মেলা থেকে
তীর-বংশী-পুতুল,
ভেঙে সবই দিয়েছি যে
করে খুশির গোল!
নিত্য করি প্রশ্ন এখন
ক'দিন পরে মেলা?
বছরটা যে এতই লম্বা!
বন্ধ আমার খেলা!
থাকতো যদি পক্ষি ডানা
যেতাম আকাশে,
ধাক্কা দিতাম সূর্যটাকে
পশ্চিম আকাশে!
চন্দ্র-সূর্য তীরের বেগে
ছুটত অস্ত পানে,
খেলনা কিনে মহানন্দে
নৃত্য করতাম গানে!!