পকেটে যখন থাকে কড়কড়ে নোট,
সবাই স্বজন হয়ে নাড়ে পক্ষে ঠোঁট।
ভ্রমরের মতো করে হাত রাখে হাতে,
টাকার মালিক ভাবে,ভয় নেই রাতে!
নানা চালে দ্রুততায় হয় খুঁতি ফাঁকা,
মায়ার বন্ধন গুলো দেয় করে একা।
যদিও সামনে আসে,মন রাখে দূরে,
কালের যাতনা দেখে উপহাস করে!
ভুলে সবে ইতিকথা থাকে মহাসুখে,
রেখেছিল যত্ন করে যাদেরকে বুকে।
আসেনা হারানো সুখ হুটহাট ফিরে,
স্বজনের রূপ দেখে চক্ষুগুলো ঝরে!
মুখোশের আবডালে,সু দিনের বন্ধু!
পায়না অন্তরে খুঁজে!হিমালয়-সিন্ধু।