মা-বাবাকে ভালোবাসি সবচেয়ে যে বেশি,
অন্যকারো মুখে যে নেই এত নির্মল হাসি।
খাদ্য তুলে দেয় তাহারা নিত্য আমার মুখে,
কষ্ট কভু পেলে আমি অশ্রু আনে চোখে!
এখনও যে কোলে নিয়ে ঘুরে সারা বাড়ি,
ঘুমো দিয়ে কোলে আমি স্বপ্নডানায় চড়ি।
কভু যদি করে প্রহার কোমল স্পর্শ দিয়ে,
তখন ও যে চুপিসারে কোলে বসি গিয়ে!
নাহি বলে কেহ যদি আড়ালে যায় চলে,
মনের কষ্টে ভেজে জামা নয়নেরি জলে!
সাথী হয়ে থাকে তারা সর্বদা মোর পাশে,
গোল্লাছুটে হেরে গিয়ে হা-হা করে হাসে!
৩০/১১/২০২২