পথের বাঁকে হতাে দেখা,বদনে আনন্দ রেখা!
নিরানন্দ দেখিনি কভু,মহানন্দে ছিলে সখা।
ভাসতো কানে হাসি-ঠাট্টা মনকাড়া বুলি,
নিত্য আঁকত তোমার ছবি দুইটি নয়ন তুলি।
ভুলে গেছ?আসো না!হয়না আঁকা ছবি!
দিন-রজনী কাটে বিরহে!মিথ্যে ছিল সবই!?
বিরহে কাঁদি!চিত্ত কি হরষে হাসে!?
কেমনে হলে পাষাণ!?আখিঁ জলে ভাসে!
পথের কোলাহলে পাইনা দেখা মুখ!
প্রতিটি বদনে খুঁজি,ব্যাথায় ভরে বুক!
দোহাই!চলে এসো!থেকো না আড়ালে!
ডুবে আছে দু'টি তুলি,অথই অশ্রু জলে!