নদীর নাম মনু, কূলে ঘেঁষা
      গ্রাম তারাপাশা,
গড়েছিল হেথায় পূর্বপুরুষ
       সুখের বাসা।

নিত্য আসে অগণিত  জন
      সুখের ঠিকানায়,
সমাগমে   পরিপূর্ণতা পায়
      কানায় কানায়।

কোলাহলে  পাখিরা  ডাকে,
      মাঝি তুলে পাল,
জেলেরা গহীন  জলে,ছুড়ে
     মারে ঝাঁকি জাল।

বিনিময়  করে  সবাই, সুখ
   দুঃখের যতেক কথা,
জাতি ধর্ম নির্বিশেষে,একই
        সুতায় গাঁথা।