মনু নদী ২ (সনেট/চতুর্দশপদী)
প্রশান্ত মিত্র(শান্তা)

মনু নদী চাহে জল,পরিতে বসন
মেঘ বলে দেবাে না!নেই মোর আসন।

দিলে পরাে,নয়তাে নেংটা দেহ খানি
সবার মুখে শুনি,মনু নদীর পানি!

পবন আমাকে আনে,ভেলায় চড়িয়ে!
জল হয়ে যায় তোমার,শুধু গড়িয়ে!

মনু বলে,রাগ করো কিসের কারণে?
কষ্ট দিলে!অনন্ত কালের বন্ধু মনে!

সবই বিলাই,রাখিনা ধারণ করে
খেলা করে বুকে,সাগরের হাত ধরে!

বন্ধু মনু!খুলেছে আঁখি,লজ্জায় নত!
আমার কর্ম যত,তোমারও যে তত।

শীঘ্রই পরাব বন্ধু,নতুন বসন
ভরা জলে বসিবে তুমি সিংহাসন।

২৭/০৫/২০২১ খ্রিস্টাব্দ
১৩/০২/১৪২৮ বঙ্গাব্দ
বৃহস্পতিবার।