এসেছিলে কল্য রাতে,
ধরেছিলে দু'টি  হাতে,
বলেছিলে একান্ত কথন;

নড়েনা সম্মুখে ঠোঁট!
অন্তরে পাই যে চোট!
জ্বালাতন বাড়ায় তখন।

দয়া করে আসিও না!
ছায়া নিয়ে গৃহে মোর,
গগন তড়িৎ গাড়ি চড়ে;

তপন কে স্বাক্ষী রেখে,
স্বপ্নে বলা কথাগুলো,
শুনাবে কি আসিয়া এখন!?