গতরে রয়েছে মোর মাতঙ্গের বল,
সমগ্র পৃথিবী টা কে করিব দখল!
সুমিষ্ট বচন ভঙ্গি মনে পুষি কাক,
শুনতে পায়না কেহ অন্তরের ডাক।
মন্দ কথা ঢুকে সদা কর্ণের কুহরে,
বিতরণ করি ঘৃণা মন তাতে ভরে।
রক্ত নদে সাতরিয়ে পাই মনে সুখ,
হাসিমুখ দেখলেই যায় বেড়ে দুখ!
দেহমন ছাই করা নিত্যকার কাজ,
তবুও পরায় সবে বাধ্য হয়ে তাজ!
কুরেকুরে খেয়ে নেই সবাকার মন,
হরণ করিয়া আনি অন্য হতে ধন।
মত্ত হয়ে দলবেঁধে কুড়াই আনন্দ,
করি কামনা সর্বদা অপরের মন্দ।
ঝুটা ভাষণ শুনিয়ে মন করি জয়,
বাঘ-সিংহ নই তবু;করে সবে ভয়!
স্বার্থবাদী স্বইচ্ছায় করে পা লেহন,
নিজেকে মহান ভাবি হরষে তখন।
করে সবাই সম্মান;নই কিন্তু দস্যু!
নেংটা চলি স্বইচ্ছায়;ভেতরটা শিশু।

চলবে