দিবা-রাত্রি সাথে থাকে,
গায় তোমার গান,
করবে কি তাহার ভোট
তোমাকে দান?

বুক ফুলিয়ে বলবে সবাই,
নই বেঈমান!
যে দু'টি পেয়েছ,একটি
আমার দান!

বেঈমান পাবেনা খুঁজে,
সবাই ঈমানদার!
একটি কিন্তু তোমার,
অন্যটি কাহার!?

পরিক্ষিতরা হারিয়ে যাবে
ঈমানদারদের ভিড়ে!
এক ভোটের হাড্ডি টাকে
দেখবে সবাই  নাড়ে!