রয়েছ অনন্ত হয়ে
সলিল তরঙ্গে,
গগন গতরে আর
বিশাল পর্বতে।
রংধনুর গায়ে তুমি
সাতরঙা বেশে,
বৃক্ষের ডগায় আছ
শ্যামবর্ণা কেশে।
দিবসে তপন গাত্র,
রাতে চন্দ্র বক্ষে,
মিটিমিটি হাসিমাখা
প্রতিটি নক্ষত্রে।
সর্বত্র রয়েছ তুমি
আপন সৃষ্টিতে,
বর্ণহীন জলে আর
স্থলে-অন্তরিক্ষে।