সন্দু মিয়ার স্বপ্ন ছিল পুতের কামাই খাবে,
যত কষ্ট করছে না কেন একদিন সবই যাবে লাভে।
শখ ছিল তার একটাই পান খেত বার বার,
মানুষ দেখে বলত তাকে পান খা্ওয়াটা ছার।


সন্দু মিয়া পান খেত আর পিক পরতো দাঁড়ির ফাঁকে ফাঁকে,
দাঁড়িতে পিক বললে কেউ হাঁসতো বাঁকে বাঁকে।
কটু বাক্য বললে কেউ মন খারাপ করতো ঠিক,
পান একটা ধরিয়ে দিলে রঞ্জন করা বেঠিক।


সন্দু মিয়ার কর্ম ছিল বাজার ঝাড় দেয়া,
দিন শেষে সবার কাছে দশ বিশ টাকা নেয়া।
টাকার পুটলি বৌয়ের হাতে দিয়ে বলে ধর,
বৌ বলে কি কাম কর কম টাকা কইরা দিমু পর।


সন্দু মিয়ার পুলা ঢাকায় গেছে কাজ করতে,
দিন যায় দিবস যায় নাহি আসে বাড়িতে
সন্দু মিয়ার স্বপ্নের বাণী,
হয়ে গেল দুখের কাহিণী।
************