তোমার চোখে মেঘ জমলে
বৃষ্টি নামে পাথরকুচির দেশে ।
অহল্যারা পাথর খোলস ছেড়ে
শরীর দোলায় ফিঙের লেজের মতো ।


জমানো কিছু চিনেবাদাম সময়
ঘাসের মধ্যে চোখ ডুবিয়ে ঘোরে ।
যেমন ঘোরে রঙীন পোশাক পরে
রাতঘোলা চোখ জিপসি মেয়েগুলো ।


টাপুরটুপুর অলস শিমুলসেজে
ঝগড়া চালায় ভিনদেশী দুই শালিখ ।
আমরা দুজন দাঁড়িয়ে দেখি, রাঙা-
-মেঘের ডালে পলাশফুলের ভিড় ।


এই বসন্ত তোমার আমার জেনো
পলাশ ফুটুক নাই বা ফুটুক এবার ।
তুমি দোলের আবীর গুলে এনো
কাটছি টিকিট বোলপুরেতে যাবার ।।