শুধু তোমারেই যেন বাসিয়াছি ভালো অনন্তকাল হতে,
যেন এমনি আঁধার রজনীর মাঝে দেখেছি
প্রদীপশিখা তোমার দু'খানি হাতে ।


চিরজনমের মিলনোচ্ছ্বাস তোমার নয়ন হতে
ছলকি পড়েছে আমার বুকেতে বারেবারে উল্লাসে ।


শুধু চিরকাল বাঁচায়ে রাখিতে অমর প্রেমের স্মৃতি,
কোটি প্রেমিকের কণ্ঠে রচেছি মিলনমধুর গীতি ।


তোমার মূরতি শাশ্বত হোক ভেবে, যুগযুগ ধরে
হৃদয় নিঙাড়ি শিল্পীর পটে রেখেছি যতন করে ।


নিখিলের যত মুগ্ধ হৃদয় অসীম প্রেমের মাঝে
রেখেছি তোমারে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে ।


জড়ায়ে রয়েছ সঙ্গীত হয়ে তন্ত্রীর তারে তারে,
ভুবনমোহিনী মূরতি তোমার গভীর গহীন রাতে
নয়ন ভরিয়া অবাক হইয়া দেখেছি অন্ধকারে ।।