কেন তুমি এত অভিমানী প্রিয়া !
কেন এত নিশ্চুপ ?
কেন আঁধারের অতলে আমারে ছেড়ে চলে গেলে একা ?
কী দোষে আমারে করে গেলে তুমি পথহারা যাযাবর ?
তুমি কী শুনতে পাওনা আমার করুণ আর্তনাদ ?


হয়তো প্রেমের মধুর গীতিকা শোনাতে পারেনি মন,
হয়তো তোমারে পারেনিকো দিতে উষ্ণ সে পরশন ।
তাই বুঝি প্রিয়া ক্ষোভে মোর প্রতি করিতেছ গরগর !
কেমনে শোনাব ? শিখি নাই কভু, পাই নাই অবসর ।


হয়তো ভেবেছো, পাষাণ কী কভু ভালবাসিবারে পারে ?
পাগল যে হয় পৃথিবীতে হায় ভালোবাসে কেবা তারে ?
অভাগার ভালে এমনি লিখা যে সুখ কভু নাহি পায়,
তৃষ্ণা নিভাতে বিন্দু চাহিলে সিন্ধু শুকায়ে যায় ।


তবে বলি শোনো, বাসিয়ো না মোরে ভাল ।
আমার জীবনে আঁধার শুধুই ঘনঘোর রাতি কালো ।
হয়তো আঁধারে ডুবে যাবে তব আলোর স্বপ্নগুলি,
হয়তো প্রাসাদ চেয়ে তুমি পাবে মলিন পথের ধূলি ।
আমি যে কাঙাল, নেই কিছু মোর, রিক্ত আমার হাত,
সাথে আছে শুধু ব্যাথাভরা হিয়া, সঙ্গী আঁধার রাত ।।