সূফী ! তোর জন্য আমি আহত হয়েও কাঁদতে পারি না ।
শুধু তোর জন্য প্রলাপের ঘোরেই হেসে যাই ।
এদিকে বুকে গসগস করে ঘা,
আর মুখে সাজিয়ে রাখি মিষ্টি হাসি ।
এতসব কার জন্য ? কার জন্য এসব ?


অন্যেরা কি বলে জানি না ।
চলেছি কি অন্যের কথায় কোনোদিন ?
আনন্দ, ব্যথা, বেদনা, অবহেলা - যা কিছু পেয়েছি
সবই তোর কাছ থেকে ।
মনের যত ক্ষোভ বর্ষিয়েছি তোর ওপরে ।
যেদিন ছেড়ে যাবি, সেদিন কি আর গাইবো গান ?
পাখি উড়ে চলে গেলে, বাসা ভাঙতে কতক্ষণ লাগে বল ?