তবে যাই-
দেহ বখেড়া মাটির পদবি হওয়ার আগে
বরং যাই,
খুলে রাখি দেবীর বেশ, খোদার জন্নত।
পূর্বাহ রক্তের চাপ বয় যোনির পাশে
ধর্ম ধর্মান্তর, জন্ম জন্মান্তরের পূর্বাপেক্ষা
ভাসিয়ে, নাকের ডগায় রক্তের
পূর্বাপর-বিরোধ
সব কাটিয়ে বৎসার বদখেয়াল গুলেদি
তোদের ধর্মের মেরুদণ্ডে-


ধর্ষণের ঘর্ষণ, ধর্ষণের দর্শন,
পাঁচিল টপকে আসা কয়েদির
হিংস্ৰ উল্লাসের সৃষ্টিত্বত্ত-
সবের এক জিহাদি উগ্রপন্থা হয়
আমার ও আছে-


শশানে কবরের পাশে, চিতায়
আমার আধবোজা চোখ আর নখের ডগায়
অজস্ৰ আঙুলের থাকথাক কাঁটা।


দুর্ভাগ্যক্রমে এই জন্মে সজারু আমি নয়।


তবু ভাবি-
এই দুর্বহ ধুনুচি নাচের নিচে
গোটা গোটা মাংসের দশমীর ভোজ,
নোখানকির নক্ষত্র
আমার শরীর ভাগ করে কিসে?


সূর্যোদয়, চন্দ্রাস্থ
রাহু -কেতু
যা দেখে উপোষ-কাপসের নাটক পোষা হয়.
সে মহামায়া জন্নত দেখেছে?


শরীর যেন প্রকম্পিত নেশায়
কবরে না চিতায়, বুঝিনা-


তবে আজ যাই...