আজ আর চাঁদ নয় সূর্য নয়
আজ তুষারে ছেয়েছে আকাশ
এই যে মেতেছে খেলায়
আমায় দিয়েছে শীতল শিহরন।

তাই আজ জল হল তুষার,এত নম্র
ভেসে চলে আকাশ থেকে মাটি, ভুল বললাম
আকাশ নিয়েছে ছুটি
তুষার নিয়েছে আকাশের আঙ্গিনায়
বসিবার শীতল পাটি।


প্রাণে মোর তুলেছে নুতন রুমঞ্ছন
ধবল পাহাড়ের উড়ো উড়ো শীতল গায়  
আমায় করেছে উতাল পাতাল।

মন বলে সখি, তুমি এসো আজ
তুষারের পাহাড় গড়ে করি মাখামাখি
খেলা হোক সারা ক্ষণ ।


দেখিবে সবাই, চাঁদ সুরুজ আসার আগেই
তুমি ও আমি জোয়ারে গেছি ভেসে  
আর রেশমি শীতল পাথর ভিজিয়ে
তুষার গিয়েছে উড়ি।


মুজাহিদ চৌধুরী। পাল্মারস গ্রীন ।লন্ডন ।
৫ই ফেব্রুয়ারি ২০১২