-: অণুকাব্য-৬৫৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
একথা শুনিয়া রাখো ওগো মহান আল্লামা হজরত,
বেহেস্ত যদি থেকে থাকে, তোমার আগে পাবো আলবত।
তুমি করিতে ওয়াজ, মানুষ সবাই সমান ছোটো বড় নাই,
মানুষে করিবে সেবা,কোন কষ্ট নাহি দেবা,আল্লাহর দোহাই।
আমার কাঁধেতে চড়িয়া পালকি,খেতে খেতে যেতে ঠাণ্ডা সরবত;
প্রচণ্ড গরমে,তব দেহ ভারে,বেহারা আমরা হয়ে যেতাম মরবত।
রচনা কাল:-
ঢাকা২৩/০৯ /১৭
রাত ১২-১৫
5 hrs · Priva