-: বড় কবিতা-৩৭:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সংবিধানের বিধান নিয়ে আওয়ামীরা আজ চিন্তিত,
সর্বসম্মত রায়ের পর্যবেক্ষণে সাংসদেরা আজ নিন্দিত।
কেমন হয়েছে নির্বাচন আর কেমনইবা সাংসদদের মান,
মানুষের কথা কী বলিব,খোদ সংসদনেত্রীই সন্দিহান।
৫৭ ধারার ভয়ে মুখে সবাই মাননীয় বলে,পিছনে কী কয়,
সে সব চুতিয়া সম্বোধন,ভদ্র সমাজে উচ্চারিত নাহি হয়।
নেত্রী না জানিলেও জনগণ জানে,কেমন বড় বড় নেতা
হয়েছে জড় সংসদ ভবনে,
ইয়াবা সম্রাট,ব্যাংক লুটেরা,রিলিফ চোর,ধর্ষক,খুনি কত বিশেষণ ভাসিছে পবনে।
সাভারের সাংসদ বলে সংবাদ সম্মেলনে,৫ জন মেরেছি ক্রস ফায়ারে,১১ জনের করেছি তালিকা,
আরেক সাংসদ শৌর্যে বীর্যে সেরা,সবাই জানে সে হোটেলে
আনে,নিত্য নূতন ষোড়শী বালিকা।
৬ জন বিচার পতির সর্ব সম্মত রায়,তবুও একা যেন প্রধান বিচারপতির দায়,যত গালি তার পানে,
নিয়োগ কালে বাছিল শান্তি কমিটির লোক,এখন হিন্দু না মুসলিম জানিতে তাঁর লুঙ্গি ধরিয়া টানে।
আওয়ামীরা কখনও চিন্তা করিয়া করেনা কোনো কারবার,
বিশ্বে রটিয়া গেছে আওয়ামীরা আসলে সাম্প্রদায়িক সরকার।
ভেবেছিল তর্জনে গর্জনে,ভয় পাবেন প্রধান বিচারপতি,
নিজের থুতু,হাগু মুতুু, নিজেই খাবেন, স্বীকার করিয়া নতি।
এটাই আওয়ামী ভুল,যাহারা তাদের বসালো ক্ষমতায়
তাদেরেই হলো চক্ষু শূল,
খাইয়া তাদের ধমক,এবার হয়েছে নিমক হালাল,আবার হয়েছে ভারতের দালাল,তৃণ মূল।
যাহারা ছিল চরম অভদ্র,সংসদে বসে হলো সুশীল ভদ্র,পাশ হলো হবে আইনী লড়াই,
গায়ের জোরের দিন,হয়ে গেছে ক্ষীণ, আওয়ামীরা আর গণতন্ত্রের করিস না বড়াই।
রচনা কাল:-
ঢাকা১৪/০৯/১৭
বেলা ২-৪৫
10