-: বাংলা লতিফা-৮১:-
মোহাম্মদ আলী চৌধুরী।
গজনির অধিপতি সুলতান মাহমুদ,ছিলেন না অভিজাত,ছিলেন ক্রীতদাসের পুত, আরো অদ্ভুত, মন ছিল আরো ছোট তাঁর,
রাজকবি ফেরদৌসী,রচিতেন কবিতা দরবারে বসি,শাহনামা রচিতে প্রতিছত্রে স্বর্ণমুদ্রা দিবেন বলে করিলেন অঙ্গীকার।
৬০ হাজার ছত্রের "শাহ নামা" রচনার পরে,মন্ত্রীর বুদ্ধিতে, স্বর্ণের
পরিবর্তে, রৌপ্যমুদ্রা দিলেন ধরে,ফেরদৌসী হলেন অপমান,
যাবার আগের দিন,নতুন দু'ছত্র,লিখিয়া পত্র,বইয়ের শেষ পাতায় জুড়ে দিয়ে হায়, নিজের মনের ক্ষোভের করিলেন অবসান।
লেখাটা ছিল, " উচ্চ বংশে জন্ম যদি হইতো তোমার, নিশ্চয়ই
দিতে তুমি স্বর্ণমুদ্রা উপহার,পূরণ করিতে অঙ্গীকার";
শাহনামা পড়া শেষ করে,পড়িল চিঠিটা বাদশাহের নজরে, বুঝিলেন নিজের ভুল,পাঠালেন স্বর্ণমুদ্রা, মন্ত্রীরে করে তিরস্কার।
রচনা কাল:-
ঢাকা ২২/০৫/১৮
রাত৭-০০
★আমার এক অতিপ্রিয় পুত্রধন বইয়ের হাদিয়া বেশি ও নীলক্ষেতে কেজি দরে বই পাওয়া যায় লিখায় মনের ক্ষোভ ঝাড়লাম।